শনিবার ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

একটি ব্রীজের দাবিতে দুই গ্রামের বাসিন্দাদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি : ০৩ জানু ২০২৫ ০৮:০৩ পি.এম

সকালের পাতা

একটি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে দুই গ্রামের হাজারো বাসিন্দা। ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের।

ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাশান চরের দক্ষিণ মাথা জুনাব আলী খনকার বাড়ী সংলগ্ন খালের উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী। 

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় হারুন হাওলাদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর - পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

হারুন হাওলাদার বলেন, শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ন ও দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার রসুল পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাসানচর খালের ওপর ব্রীজ না থাকায় দূর্ভোগে পড়েছে দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও ৩০ বছরে নির্মাণ হয়নি দুই গ্রামের মানুষের পারাপারে জন্য একটি ব্রীজ। স্থানীয়দের সহায়তা একটি কাঠের সাকোঁ নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশু শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ।

মফিজ ফরাজি  আরো বলেন গ্রামের মানুষের জন্য দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় ইয়াকুব আলী জামে মসজিদ ও  তাজউদ্দীন মাওলানা জামে মসজিদ  নির্মিত হয় বহুবছর আগে। এবং শিশু শিক্ষার্থীদের জন্য এক মাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাতা সংস্থার অর্থয়ানের নির্মিত একটি কোয়াইট স্কুল প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুই ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার ভাসানচরের দক্ষিণ মাথার খালটি অবস্থিত হওয়ায় দুই ইউনিয়নের জন প্রতিনিদের টানাটানিতে ৩০ বছরেও নির্মাণ হয়নি একটি ব্রীজ। এতে বিপাকে পরেছে শিশু শিক্ষার্থীসহ দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। স্থানীয়দের সহায়তায় একটি নড়ভড় কাঠের সাঁকো নির্মাণ করা হলেও ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে দুই গ্রামের মানুষের। দুই গ্রামের সেতুবন্ধন ও পারাপারের জন্য একটি ব্রীজ নির্মাণের  দাবীতে মানববন্ধন করেন ওই গ্রামের মানুষ।


এই সম্পর্কিত আরও খবর