মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

ভোলার ছেলে সবুজ পেলেন হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড

ভোলা প্রতিনিধি : ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:২৫ পি.এম

সবুজ

রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয় নগর এলাকার একটি থ্রি-স্টার হোটেলে ‘বিশ্ব মানবাধিকার ও বিশ্ব শান্তিরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষ্যে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মঞ্জু। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ২৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪১ বার মুমূর্ষ রোগীদের রক্তদান করেছেন।
প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর