সকালের পাতা ডেস্ক : ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:৪৬ পি.এম
দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনিতদের তালিকা প্রকাশ করা হয়। ১৫ ডিসেম্বর সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ১০ জন সাংবাদিকের নামের তালিকা প্রকাশ করেন।
জুরি বোর্ড কর্তৃক মনোনীত সাংবাদিকরা হলেন, দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো আকতার ফারুক শাহীন, বিটিভির নীলফামারী জেলা প্রতিনিধি মো: নুর আলম, দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মানিকগঞ্জের বিএম খোরশেদ, দৈনিক সমকালের মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, দৈনিক যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি মো: রইছ উদ্দিন, এটিএন বাংলার জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং দি ডেইলি অবজারভার পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন।
এঁরা স্ব স্ব এলাকায় মাটি-মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে গণমানুষের কল্যাণে নানা দূর্ণীতি,অনিয়ম, সমস্যা, সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।
এ সকল আবেদনকৃত সাংবাদিকদের সংবাদ পর্যালোচনা করে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ সম্মাননা স্মারক প্রদান করবে।
সংগঠনটির এ আয়োজনে তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা দেশের ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা প্রদানের জন্য ইতিমধ্যে মনোনীত করা হয়েছে।
এ আয়োজনে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সম্মাননা প্রদানের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।
সংগঠনটি আশা করে সাংবাদিকদের এ ধরনের সম্মাননা প্রদান করার ফলে তারা আরও উৎসাহী হয়ে রাষ্ট্র এবং জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
একটি ব্রীজের দাবিতে দুই গ্রামের বাসিন্দাদের মানববন্ধন
ভোলায় ইউএনও'র নাম্বার ক্লোন, টাকা দাবি
সভাপতি শহীদ হাওলাদার-সম্পাদক জসিম জনি, লালমোহন করিম রোড ক্রীড়া চক্রের কার্যনির্বাহী কমিটি গঠন
লালমোহনে জমির বিরোধ নিয়ে আদালতে মামলা করায় ঘর দখল ও লুটপাটের অভিযোগ
সভাপতি আফসার, সম্পাদক নাজিম , লালমোহন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠন
সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেফতার
বিএনপি নেতার নাম বলতে বিলম্ব করায় সরকারি কর্মকর্তা লাঞ্ছিত
দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের তালিকা প্রকাশ